ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

ইবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:১৮ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‍‍` স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিকাল ৪ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

সদ্য অপসারিত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, প্রথমদিনে আমি জুলাই বিপ্লবে আহত ও শহিদেরকে স্মরণ করছি। নিয়োগ দেয়ায় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞ। ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি যেন সবার সহযোগিতা কামনা করছি।

ইএইচ