বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পিআইবি ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এছাড়া, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী ও প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৮ জন সাংবাদিক অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল, ভিডিওগ্রাফি, সম্পাদনা ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, "মিথ্যা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক তথ্য যাচাই করে তা জনগণের সামনে তুলে ধরা। বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করতে হবে, যাতে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়।"
তিনি আরও বলেন, "গত ১৫ বছরে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সাংবাদিকদের সম্মান পুনরুদ্ধার করতে হলে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।"
প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে, যেখানে সাংবাদিকতার আধুনিক কৌশল ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইএইচ