ক্যান্সারাক্রান্ত তৌহিদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:১২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত মো. তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন অসুস্থ মো. তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‍‍`তৌহিদের পাশে আমরা‍‍` ব্যানারে লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, তৌহিদ ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের অংশ ছিলেন। গত বছরের জুলাই-আগস্ট মাসে ভারতের চেন্নাই গিয়ে তিনি জানতে পারেন যে, তিনি ব্লাড ক্যান্সার ‍‍`একিউট মাইলো প্লাস্টিক লিউকোমিয়া (এ এম এল)‍‍` নামক দুরারোগ্য রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, এবং ইতোমধ্যে তিনি ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে কেমো থেরাপি সম্পন্ন করেছেন।

ইএইচ