শিবির সেক্রেটারি

সবাই লেখা বন্ধ করলেও ক্যাম্পাস সাংবাদিকরা ছিল ব্যতিক্রম

জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৯:৩৬ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম বলেছেন, "যখন জুলাই বিপ্লবে সবাই নিউজ করা বন্ধ করে দিয়েছিল, ঠিক সে সময়েও ক্যাম্পাস সাংবাদিকরা ছিল ব্যতিক্রম; তারা সাহস নিয়ে নিউজ করেছে। এই ক্যাম্পাস সাংবাদিকরা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না।"

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১৯ নং কক্ষে শাখা ছাত্রশিবির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আরিফ, সাহিত্য-প্রকাশনা ও আইন সম্পাদক সোহাগ আহমেদ, শিক্ষা ও এইচআরএম সম্পাদক শাওন সরদার এবং অর্থ সম্পাদক মাঈন উদ্দিন।

শিবির সেক্রেটারি বলেন, "ক্যাম্পাস সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা কারও উদ্দেশ্য পূরণের জন্য কাজ করেনি, বরং স্বাধীনভাবে দেশের পক্ষে কাজ করে গেছেন তারা। এই ক্যাম্পাস সাংবাদিকরা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না।" তিনি আরও বলেন, "যদিও জুলাইয়ে এক পর্যায়ে সবাই লেখালেখি বন্ধ করে দিয়েছিল, ক্যাম্পাস সাংবাদিকরা সাহস করে তাদের লেখা চালিয়ে গিয়েছিল।"

দেশের মিডিয়া অঙ্গনের সমালোচনা করে নুরুল ইসলাম বলেন, "আমাদের দেশে মিডিয়াগুলো এমন একটি প্রতিষ্ঠানকে সেবা দেয়, যার অপকর্ম ঢাকতে তারা মিডিয়া তৈরি করে। এতে ইয়েলো জার্নালিজমের উৎপত্তি হয়। যখন নিউজের বিষয় নির্ভর করে গোষ্ঠীর স্বার্থের ওপর, তখন এটি আর সাংবাদিকতা থাকে না, বরং ইয়েলো জার্নালিজম হয়ে যায়।"

তিনি বলেন, "আমরা অনেক সাংবাদিককে দেখি, যারা বাড়ি-গাড়ি করে ফেলেছে। তারা ক্রাইম রিপোর্ট করে সিন্ডিকেট করে অনেক টাকা আয় করছে। আবার অনেক সাংবাদিক কঠোর পরিশ্রম করেও দিনশেষে চলার মতো অর্থ পায় না। তাই আমরা চাই, সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রের আলাদা বরাদ্দ ও পলিসি থাকবে, যাতে তারা নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।"

সাংবাদিকদের কমিউনিটির স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে শিবির সেক্রেটারি বলেন, "আমরা যেন ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ না করি, বরং গোষ্ঠীর প্রতিনিধিরূপে কমিউনিটির স্বার্থে কাজ করি। এমন কোন নিউজ না করি, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সহিংসতার কারণে কারও জীবন বিপন্ন হতে পারে।" তিনি আরও বলেন, "এ ধরনের ঘটনার দায় আমরা আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।"

এ সময় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আস সাইফ এবং জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে শিবির সেক্রেটারি সাংবাদিক সমিতির কার্যালয়ে এসে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ইএইচ