মাহিন্দ্রা শ্রমিকদের হামলায় ৩ ববি শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:১৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী মাহিন্দ্রা শ্রমিকদের হামলায় আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে বরিশাল শহরের খয়রাবাদ সেতুর কাছে থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ও বাস শ্রমিকদের মধ্যে মারামারি থামাতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।

এতে আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র তানজিল আজাদ, তরিকুল ইসলাম আজমাইন এবং রবিউল ইসলাম। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী শ্রমিকদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে সকল ধরনের পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্রিজের উভয়প্রান্তে বহু যানবাহন আটকা পড়ে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে চেকপোস্ট বসানোর জন্য বাস মালিক সমিতির লোকজন থ্রি-হুইলার চালকদের সঙ্গে গন্ডগোল শুরু করেন। এর পরের ঘণ্টায় বাস এবং থ্রি-হুইলার চালকদের মধ্যে মারামারি হয়, এবং ঘটনাস্থলে পৌঁছালে মাহিন্দ্রা শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

বরিশাল জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতির লোকজনের ওপর হামলা চালানো হয়, এতে পাঁচজন শ্রমিক আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সিএনজি ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই, সেনাবাহিনী এবং পুলিশও উপস্থিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে যাত্রীদের ভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নেওয়া হয়। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ