বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি গঠিত

বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ মার্কসবাদী)-এর ২৫তম কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির ২৪তম কাউন্সিলে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।  

শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সঞ্জয় রায়, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ।  

২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মাহবুবা নাবিলা, অর্ণব দাস ও আব্দুল আলীম। সহ-সম্পাদক জাবের ইসলাম, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য, দপ্তর সম্পাদক অমৃতা মন্ডল, অর্থ সম্পাদক শতাব্দী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ পাল, গ্রন্থাগার সম্পাদক মাসরুল আহসান, স্কুল বিষয়ক সম্পাদক লক্ষণ রায়, সমাজকল্যাণ সম্পাদক রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক অন্তর ঢালি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৌমিত্র পাল, এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।  

এছাড়া, নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন তন্ময় মোদক, অসীম চাকমা, সাজেদুল ইসলাম শুভ, সাদিয়া ইবনাত পৃথু, মাহমুদুল হাসান রাজু, শামিমা শামিম লাভলী, মো. সোহান, ইয়াসিনুর রহমান ইন্না, জ্যোতি বিশ্বাস ও ওয়াকিল থানভী আশরাফ।

ইএইচ