জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত ৬০০ শিক্ষার্থীর মাঝে ইফতার উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হলের প্রধান ফটকের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতার গ্রহণকারী শিক্ষার্থীদের অনেকে জানান, “প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাহলে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবেন।”
এ বিষয়ে জবি শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় আমরা ইফতার বিতরণ করেছি। সাধারণত, বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন থাকলেও ছাত্রীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে না। তাই আমরা বোনদের জন্য ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন তৈরি করা।”
শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ইএইচ