ইবির পরিবহন প্রশাসকের দায়িত্বে অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ

ইবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১১:৫৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. আয়াকুব আলী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করায় তাকে ১২ মার্চ ২০২৫ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফকে ভাইস-চ্যান্সেলর কর্তৃক নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নবনিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। পরিবহন খাতের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবো এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করবো। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।"

ইএইচ