বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জবিতে দোয়া মাহফিল

জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:৫৪ পিএম

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা এবং জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ ইকরামুল হক সাজিদ সহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: মুস্তাফিজুর রহমান রুমি।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির মাঠে তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে তিনি।

ইফতার মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আমাদের ইফতার মাহফিলের প্রধান উদ্দেশ্য হলো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ ইকরামুল হক সাজিদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা।

এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধের একটি বাংলাদেশ গড়ে ওঠে সে জন্যও দোয়া করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা যেন কাজ করতে পারে এবং শিক্ষার্থীদের প্রধান সমস্যাসমূহ সমাধানে আমরা যেন অংশীদার হতে পারি সে লক্ষ্যই সকলকে কাজ করা নির্দেশনা দেওয়া হয় এই আয়োজন থেকে।

বিআরইউ