খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাভাবিপ্রবি ছাত্রদলের ইফতার

মাভাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:১১ পিএম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শাহ নাসিরুদ্দিন বোগদাদি এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখার আয়োজনে এই আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের সিনিয়র সদস্য মো. ফোরকান হোসেন বলেন, "রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমাদের ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

সিনিয়র ছাত্রনেতা সাইদুল ইসলাম বলেন, "ছাত্রসমাজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে।"

অন্য এক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ বলেন, "আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানাচ্ছি।"

প্রায় দুই শতাধিক মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার এবং শিক্ষার্থীদের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইএইচ