জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পালিত হয়েছে ‘প্ল্যানিং ফেস্টিভাল ২৪’। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে নানান আয়োজনে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে ইউআরপি বিভাগের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার অভিযানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়।
একই দিনে সন্ধ্যা ৭ টায় অনলাইনে ‘ফ্রেম দ্য ফিউচার’ শীর্ষক কেস সলভিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড আয়োজন করা হয়।
২য় দিনের (১০ এপ্রিল) আয়োজনের মধ্যে ছিল দুপুর দুইটায় জিআইএস কম্পিটিশন, দুপুর ৩টায় ইন্ট্রা ইউআরপি এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন এবং বিকেল ৫টায় ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশনের ফাইনাল রাউন্ড।
আয়োজনের ৩য় দিন (১১ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র্যালি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশ হয়ে গিয়ে আবার সামাজিক বিজ্ঞান অনুষদে এসে শেষ হয়।
দুপুরের খাবারের বিরতির পর বিকেল ৩টায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে রম্য বিতর্কের আয়োজনকরা হয়। ইউআরপি বিভাগের শিক্ষার্থীদের প্রস্তাবের ভিত্তিতে বিতর্কের বিষয় ঠিক করা হয় ‘এই সংসদ মনে করে ভালো পরিকল্পনাবিদ হওয়ার প্রধান অন্তরায় প্রেম’। মজার ছলে এই রম্য বিতর্কে নিজ নিজ যুক্তি তুলে ধরে বিতর্ক অনুষ্ঠান জমিয়ে তোলেন বিতার্কিকরা।
এরপর সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া প্রাঙ্গণে বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীরা এবং রানার্সআপ হয় ৫০ তম আবর্তনের শিক্ষার্থীরা।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পর্দা নামে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় শিক্ষার্থীদের উৎসাহ যোগানোর জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিম ‘প্লানার্স ওটি’। এছাড়া ফার্স্ট এবং সেকেন্ড রানার্সআপ হয় টিম ‘ফলস ফ্লেক্স’ ও টিম ‘ফ্লোরা ভিস্তা’।
সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় টিম ‘ইথার-ওয়ান’, এছাড়া ফার্স্ট এবং সেকেন্ড রানার্সআপ হয় টিম ‘রিজেন-আর্থ’ ও টিম ‘লোন-উল্ফ’।
ফটোগ্রাফি কম্পিটিশনে প্রথম স্থান লাভ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আদনান শাহরিয়ার, ২য় স্থান লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হাসনাত নিবির, যৌথ ভাবে তৃতীয় স্থান লাভ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী আসাদুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব হোসাইন সিদ্দিকী নিশান।
ইন্ট্রা ইউআরপি এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী এম. ওয়াসি, তাসনিমুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৯টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফারিম আহসান, আহনাফ রাইয়ান ও ওবায়দুল্লাহ এবং রানার্সআপ হয় একই বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সায়হাম উদ্দীন, প্রতিভা ও বর্ণ সাহা।
রম্য বিতর্কে জয়ী হয় বিরোধীদলের আব্দুল মান্নান, আসিফ খান, মিরাজ বিশ্বাস এবং বিজিত হয় সরকার দলের মুসা ভূইয়া, আব্দুর রহিম রাজন ও জান্নাতুল ফেরদৌস মুমু।
আয়োজন সম্পর্কে বিভাগের সহযোগী অধ্যাপক এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট ক্লাবের উপদেষ্টা ড. আফসানা হক বলেন, “প্রতিবছরই বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্লানিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারেও সুন্দরভাবে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে। নিঃসন্দেহে শিক্ষার্থীদের উদ্দীপনা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণই এই উৎসবকে সাফল্যমণ্ডিত করেছে। এ সাফল্য ভবিষ্যতের জন্য তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রেরণা হয়ে থাকবে—আশা করি তারা সামনে আরও বৃহৎ ও সুন্দর আয়োজন উপহার দেবে।”
উল্লেখ্য, এবারের আয়োজনের সমন্বয় করে বিভাগের ২৪ ব্যাচের (৫১ তম আবর্তন) শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ইউআরপি ডিবেটিং ক্লাব এবং অন্যান্য প্রতিযোগিতা গুলোর আয়োজন করে ইউআরপিয়ারস ক্লাব। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইউআরপি কালচারাল ক্লাব।
বিআরইউ