কুয়েটের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
বিক্ষোভকারীরা বলেন, কুয়েট প্রশাসনের স্বৈরাচারী আচরণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা “কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালো একসাথে”, “দফা এক দাবি এক—কুয়েট ভিসির পদত্যাগ” ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন।
আন্দোলনকারীরা জানান, কুয়েটের চলমান সংকট ও ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ ইস্যুতে শিক্ষার্থীদের ওপর হামলা, হল বন্ধ, ও বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ছিল একতরফা। তারা ড. মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং জাতীয় পর্যায়ে যৌথ ছাত্র আন্দোলনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ ইস্যুতে সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। এরপর থেকে টানা আন্দোলন, সিন্ডিকেট সভা, বহিষ্কার ও হল বন্ধের পর কুয়েটে অচলাবস্থা বিরাজ করছে।
বিআরইউ