সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক: মাদক-হত্যাকাণ্ড রোধে একমত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:৩৩ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মেদিনীপুর সীমান্তে অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বিজিবির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারের নেতৃত্বে বারো সদস্যের একটি প্রতিনিধি দল।

লে. কর্নেল রফিকুল আলম বলেন, “বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের বৈঠক হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকবে বলে আশা করছি।”

বৈঠক শেষে উভয় বাহিনীর কর্মকর্তারা জিরো লাইন ধরে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা পায়ে হেঁটে যৌথভাবে সীমান্ত পরিদর্শন করেন।

বিআরইউ