ছয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউনের কর্মসূচি চলছে।
গতকাল সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চলবে। কর্মসূচির মূল স্লোগান, ‘ছয় দফা না হলে মৃত্যু।’
চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থী প্রথমে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করলেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা। একই দিনে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে আলোচনায় আসে এই আন্দোলন। কুমিল্লায় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরদিন রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি শিথিল করা হলেও আলোচনায় সন্তুষ্ট না হয়ে আন্দোলনে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। কাফনের কাপড় পরে আন্দোলনে নামা শিক্ষার্থীরা গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে বৈঠক করলেও কোন সমাধান হয়নি।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: হাইকোর্টের আদেশ মোতাবেক অবৈধ পদোন্নতি বাতিল, কারিগরি সেক্টরে উপযুক্ত জনবল নিয়োগ নিশ্চিত, উন্নতমানের কারিকুলাম চালু, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার সুষ্ঠু সুযোগ তৈরি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআরইউ