ঝুঁকিপূর্ণ ভবনে বড় দুর্ঘটনার আশঙ্কা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে ছাদ ধসে আহত কর্মচারী

জবি প্রতিনিধি : প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের ছাদের একটি অংশ ধসে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল দপ্তরের কর্মচারী শাকিল শিকদার। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভবনের দ্বিতীয় তলায় পানি ফিল্টারের লিকেজ মেরামতের সময় এ ঘটনা ঘটে।

শাকিল শিকদার অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও সামান্য আহত হন। তিনি বলেন, ‘আমি কাজ শেষ করে নামছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখি ছাদের রেলিংয়ের একাংশ ধসে পড়েছে। কিছু অংশ আমার পায়ে লাগে। ভাগ্য ভালো, আরও এক কদম সামনে থাকলে হয়তো বাঁচতাম না।’

ঘটনার সময় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কয়েকজন পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এমন বিকট শব্দ হয় যে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। পরে দেখি রেলিংয়ের অংশটা মাটিতে পড়ে আছে।’

শিক্ষার্থী ও কর্মচারীরা জানিয়েছেন, বহুদিন ধরেই ভবনটি ব্যবহারের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল, স্যাঁতসেঁতে পরিবেশ, এমনকি পানি চুঁইয়ে পড়ার মতো সমস্যাও আছে। তবু এই ভবনে কাজ চলছে নিয়মিত। ঘটনার পর শিক্ষার্থীরা ভবনটি অবিলম্বে বন্ধ ঘোষণা ও সংস্কারের দাবি তুলেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সংস্কারের প্রস্তাব পাঠিয়েছি। তবে এখনো অনুমোদন বা অর্থ বরাদ্দ মেলেনি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের ধীর গতি, পরিকল্পনার ঘাটতি ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ভবনের ঝুঁকি বাড়ছে। একাধিক বিভাগের শিক্ষক-শিক্ষার্থী বলেন, ‘আজ শাকিল ভাই বেঁচে গেছেন, কিন্তু কাল কে বাঁচবে?’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ