রান্না প্রতিযোগিতা

৪০ দেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ বিমানের শেফ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১১:২৭ এএম

লেবাননের বৈরুতে রান্নার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সো শেফ ও শেফ ফেডারেশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লিবিন শিশির রড্রিক।

বুধবার (৭ জুন) বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গত ১০-১৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ দেশের ১৬০ জন প্রসিদ্ধ শেফ এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নেন।

বিএফসিসির সো শেফ লিবিন শিশির রড্রিক সি ফুড ও চিকেন আইটেম রান্না করে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও মেডেল পেয়েছেন। প্রতিযোগিতায় স্পন্সর করেন লেবাননের পর্যটনমন্ত্রী ওয়ালিদ নাসের। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিলিস্তিনের প্রতিযোগী।

এইচআর