মালয়েশিয়ায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর ইফতার

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৪:১২ পিএম

শতাধিক এতিম কোরআন হাফেজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী কুয়ালালামপুর পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এতিম শিশু শিক্ষার্থীদে নিয়ে পালিত হলো ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র কোরআন খতম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন  তেলাওয়াত করেন উপস্থিত এতিম হাফেজ শিক্ষার্থীরা।

সংগঠনের সহ সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াছিন টুটুল। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, সংগঠনের সাবেক সভাপতি আবু হানিফ, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি রাসেদ বাদল। বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি  দাতু আকতার হোসেন, কায়ুম সরকার ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহিদুর রহমান খাঁন কাকন। মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি দাতু শ্রী সেলিম জালাল।

এআরএস