মুফতি আবুল খায়ের

রাসুলের আদর্শিক দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে হবে

মালয়েশিয়া প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:১৩ পিএম

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শিক দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর মরহুম ফজলুল করীম রহ. এর সাহেবজাদা মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টায় প্রবাসী দাওয়াহ ফোরাম মালয়েশিয়া-এর উদ্যোগে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী মসজিদ জামেকে অনুষ্ঠিত এক সিরাতুন্নবি (সা.) মাহফিলে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়া  সুরাও হাপ-সুন মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া এর পিএইচডি গবেষক মাওলানা গাজী আবু হোরায়রা।
এতে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল করিম, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মেধাবী ছাত্র ভিপি বশির ইবনে জাফর প্রমুখ।

কুয়ালালামপুরে অবস্থানরত সর্বস্তরের প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর-রিফায়ি মালয়েশিয়ার চেয়ারম্যান ওস্তাদ হাজি আহমাদ হাফিজ আল বাকানি।

মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের  আরো বলেন, আত্মশুদ্ধির বিকল্প কোন কিছু নেই। প্রবাসের এই ব্যস্ততম জীবনেও নিজেকে সততার চাদরে আবৃত রাখতে হবে। সর্বদা মনে রাখতে হবে আপনি যা কিছুই করেন না কেন সেটি যেন আল্লাহর এবাদতের অন্তর্ভুক্ত হয়।

বিআরইউ