লন্ডন পৌঁছেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১২:১২ এএম

১০ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

তাকে বিমানবন্দরে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম এ কয়সর। এসময় স্থানীয় বিএনপি ব্যাপক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে মির্জা ফখরুল লন্ডন গেছেন।

এর আগে শনিবার সকাল আটটার দিকে স্ত্রী রাহাত আরা বেগমসহ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল।

ইএইচ