মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশিসহ ৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
দেশটির অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার সেলাঙ্গও রাজ্যের শাহ আলম এবং কাজাংয়ে এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এবং মেয়াদোত্তীর্ণ বেশি সময় ধরে অবস্থানকারী ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের ১১৩ জন কর্মকর্তা অংশ নেন।
এই অভিযানে, মোট ৩৭৪ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে এবং এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।
ইএইচ