মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:১৩ পিএম

মালয়েশিয়া অভিবাসন বিভাগের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৬ জন বাংলাদেশিসহ ৬৬ জন বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ।

আটককৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি রয়েছে।

পৃথক ১০টি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশিদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে বানডার বারু বাঙ্গি এবং কাজাং-এর আশেপাশের ১০টি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এসব অভিবাসীদের।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তার বিভাগে গতকাল রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে বিদেশি এবং স্থানীয়দের সমন্বয়ে ১১০ জনের ডকুমেন্টস চেক করে ৬৬ জনককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে জাকারিয়া শাবান আরও বলেন, ‘আমরা অভিযানে ছয়জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছি।’

বলেন, জনসাধারণের অভিযোগ এবং তিনদিন ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

ইএইচ