বিগ বসে এবার নিজেই খেলবেন সালমান খান

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৪:০০ পিএম

ভারতের অন্যতম বিতর্কিত ও আলোচিত রিয়েলিটি শো হলো বিগ বস। আগের মৌসুমগুলোর মতো বিগ বস ১৬তেও সঞ্চালক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সালমান খান। এ জন্য বড় অঙ্কের অর্থও পাবেন তিনি।

কালার্স টিভি এরইমধ্যে শোয়ের দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দুটিতেই দেখা গেছে সালমানকে। ভিডিওতে সালমান বলেছেন, ‘এতদিন বিগ বস (সালমান) সবার খেলা দেখেছেন। এবার বিগ বস নিজেই খেলা দেখাবেন’।  

অক্টোবরে বিগ বসের ১৬ তম মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি যদি এক দিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গিয়েছে? দিনে চাঁদ উঠছে। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে। যা ঘটবে, তা কল্পনাও করতে পারছেন না। সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন’।

এবি