মক্কা-মদিনা জিয়ারত শেষে জেদ্দায় মমতাজের কনসার্ট

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৯:৪৫ পিএম

বিশ্ব সংস্কৃতি চর্চার দ্বার খুলে দিয়েছে সৌদি সরকার। এখন দেশটিতে সিনেমা হলে প্রদর্শিত হল হলিউড-বলিউডের ছবি। বাইরের দেশের শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্টও। 
গত বছর নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরবে গান গেয়েছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। গান গাইতে আবারও দেশটিতে গিয়েছেন এই শিল্পী।

বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী। সঙ্গে গিয়েছেন কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ।

ছবির ক্যাপশনে লিখেছেন: ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।’

মমতাজ জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন।

মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ। চলতি মাসেই আবার দেশে ফিরবেন।

এবি