অস্ট্রেলিয়ায় তাদের আড্ডা

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০১:৪৫ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা।

সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। মাসখানেক আগে সেখানে উড়ে গেছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে তাদের কন্যা ইলহাম।

সেখানে এক আড্ডায় মেতেছেন তারা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই আড্ডার কয়েকটি ছবি শেয়ার করেছেন শাবনূর। তাতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। সবাই একসঙ্গে খাওয়া-দাওয়াও সেরেছেন।

পোস্ট করা ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, শুধুমাত্র একটি শব্দ-আড্ডা। সেই পোস্টে সিরাজুল ইসলাম হাওলাদার নামের এক অনুরাগী লিখেছেন, ‘বাংলাদেশের সেরা দুই রমণীকে জানাই হাজার হাজার ফুলের শুভেচ্ছা।’

মাহমুদুল হাসান নামের আরেকজনের ভাষ্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে আড্ডায় বিষয়ে ফারুকী বলেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সে সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি।’