মিস ওয়ার্ল্ড- ২০২৪

চূড়ান্ত রাউন্ডে ‘মিস ওয়ার্ল্ড’ কে হচ্ছেন, জানা যাবে আজ

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০২:১৭ পিএম
চূড়ান্ত রাউন্ডে ‘মিস ওয়ার্ল্ড’ কে হচ্ছেন, জানা যাবে আজ

এবারের ‘মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান- এশিয়ার এই চার দেশের চার প্রতিযোগী অংশ নিচ্ছেন।

এরইমধ্যে শনিবার (৯ মার্চ) সুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে।

এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা। 

এ প্রসঙ্গে নীলা বলেন-

আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।

এদিকে সুন্দরীদের এই প্রতিযোগিতায় ভারত থেকে প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি এবং নেপাল থেকে প্রিয়াংকা রানি যোশি।

বিআরইউ
 

AddThis Website Tools