ওমরাহ করলেন আয়মান-মুনজেরিন

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ১২:৩৬ পিএম

এবার ওমরা করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি। এ মধ্যে আয়মান সাদিকের ফেসবুক পেজে স্ত্রী মুনজেরিন সহ ওমরা করার পোষাক পরিহিত একটি ছবি দেখা যায়। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী মুনজেরিন।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী মুনজেরিন। এ সময় তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।’

আয়মান সাদিকের এ ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে তাদের বন্ধু-অনুরাগীদের ব্যাপক লাইক কমেন্ট করতে দেখা যায়। অনেকেই লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহতাআলা সবার দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’

আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সবার জন্য।’
গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিআরইউ