সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ১২:২৫ পিএম

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী আজ। প্রয়াত এই নাট্যকারের জন্মদিন উপলক্ষে নাটকের দল ‘স্বপ্নদল’ আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মিলনায়তন বন্ধ থাকায় এবার সংক্ষিপ্ত আয়োজনে দিনটি উদযাপন করবে স্বপ্নদল।

সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

রাত ৯টায় থাকছে ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন অলোচনাসহ ‘নাট্য নির্দেশনায় সেলিম আল দীন : নাট্যকারসত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন’ শীর্ষক ওয়েবিনার। 

মূল আলোচনা উপস্থাপন করবেন, স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। জাহাঙ্গীনগর বিশ্ববিদালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে অলোচনা করবেন ড. ইসলাম শফিক, আলী হাসান, ফজলে রাব্বী সুকর্নো প্রমুখ। সেলিম আল দীনের জন্ম ও প্রয়াণ দিবস স্মরণে নিয়মিত উৎসব অয়োজন করে স্বপ্নদল।

এবারের ৩০তম এই আসরের স্লোগান—‘বাঙলা নাট্যের শিল্পশক্তি বিশ্ব করবে জয়, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ অমর অক্ষয়’।

সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকজয়ী বরেণ্য এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।

বিআরইউ