ভিন্নধর্মী সংগীতের নতুন চমক

ঈদ ইত্যাদিতে একসঙ্গে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:২২ পিএম

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। আর ঈদের বিশেষ ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা।

বাংলাদেশের গানের জগত বৈচিত্র্যময় এবং বিশাল। ইত্যাদি সবসময়ই গান, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে এই বৈচিত্র্য তুলে ধরতে চেষ্টা করে। এবার ঈদের বিশেষ ইত্যাদির জন্য ভিন্ন একটি চমক হয়ে এসেছে, এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত গান।

এটি প্রথমবারের মতো ইত্যাদির একটি গানে কণ্ঠ দিলেন এই দুই সংগীত তারকা। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

এতদিন ধরে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসঙ্গে কাজ করেছেন, তবে এই প্রথম তারা একসঙ্গে একটি গান গাইলেন। হাবিব ওয়াহিদ বরাবরই নতুন শিল্পীদের সুযোগ দেন এবং আড়ালে থাকা অনেক গীতিকারকেও সুযোগ দিয়েছেন। একসময় তিনি বাংলা গানের জগতে বৈচিত্র্য এনেছিলেন, তার বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, প্রীতম হাসান, যিনি বর্তমানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক, বাউল ও লোকসংগীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। প্রীতমের প্রতিটি গান দর্শকপ্রিয়তা লাভ করেছে এবং তার গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ থাকে।

এ গানটির চিত্রায়ন করা হয় একটি দৃষ্টিনন্দন স্থান, যা চারিদিকে লেক ঘেরা ছিল। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান মনের আনন্দে নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। গানের অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

প্রতিবারের মতো এবারের ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ইএইচ