ডেঙ্গুতে আরও ১৪ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৫:৩৯ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৪ জন আক্রান্ত হয়েছেন। সোমবার ( ২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।চলতি বছর এ পর্যন্ত মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২০ জন।

এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন এবং ঢাকার বাইরে ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে ১৩ জন ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরএস