বাংলাদেশে এখন সব ধরনের রোগীর চিকিৎসা হয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:০১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি সংগৃহিত

বাংলাদেশের এখন সব ধরনের রোগীর চিকিৎসা হয়। কেউ কোন জটিল রোগে আক্রান্ত হলে বিচলিত না হয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তে মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে দীর্ঘ ১৫ ঘণ্টার অস্ত্রপচার শেষে তাদের আলাদা করা হয়েছে। শিশুদের দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জোড়া লাগা দুই শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। এ চিকিৎসা দেশের বাইরে করতে হলে খরচ হয়ত প্রায় এক কোটি টাকা। আমাদের দেশেই এখন সকল রোগের চিকিৎসা হচ্ছে। অনেক বিদেশী রোগী আমাদের দেশে চিকিৎসা নিতে আসছেন।

এআরএস