অর্থোপেডিক সোসাইটির সভাপতি কাজী শামীম উজ্জামান

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ১০:২১ এএম

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান(নিটোর) পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান।

শনিবার (২৯ জুন) বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নির্বাচনে ৪০৬ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

নবনির্বাচিত সভাপতি বলেন, ভোট প্রদানের মাধ্যমে আমাকে অর্থোপেডিক সার্জনরা বিজয়ী করেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মেধা আর দক্ষতার পরিচয় দিয়ে সংগঠনের চলমান কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কাজ করবেন বলে নবনির্বাচিত নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন এবং অর্থোপেডিক বিষয়কে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি।

বিআরইউ