‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ অস্তিত্বের সংকটে পড়বে’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৫:৫৭ পিএম

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া এক সেকেন্ডের জন্যও বাংলাদেশকে কল্পনা করা যায় না। তিনি ক্ষমতায় না থাকলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে।

বৃহস্পতিবার শোকের মাস আগস্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, শোককে শক্তিতে পরিণত করে এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে। বর্তমান সরকারের সময়ে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

আগস্টের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলে কালোব্যাজ ধারণ করছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, সার্জারি সেবা প্রদানসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।

এ সময় স্বাচিপ নেতাদের উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, না পাওয়ার মান অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট মাস এলেই বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রকারীরা এবারও তার ব্যত্যয় করেনি। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করা।

সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াত ও শিবিরকে রুখে দিতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে রাজপথে থাকতে হবে। গত কয়েকদিনে কোমলমতি সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ভর করে দেশব্যাপী বিএনপি-জামায়াত জোট যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

জাতীয় এই কর্মসূচিতে স্বাচিপ নেতা সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটোর সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল, প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, অধ্যাপক ডা. সালাহ উদ্দিন শাহ, সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. জাহান শামস নিটল, ডা. এহসানুল কবীর সুমন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ