আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের সনদ প্রদান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:১৩ পিএম

রাজধানীর রামপুরা শাখার আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকার খিলগাঁওয়ে এক রেস্টুরেন্টে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (রিপন)। পরিচালনা করেন রামপুরা শাখার পরিচালক মো. আমিনুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), শেখ মো. শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডা. মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ এবং প্রশিক্ষণার্থী মো. মশিউর রহমান।

বক্তারা প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা তুলে ধরে বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জটিল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন অতিথিরা। প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা করা হয়। সভা শেষে সভাপতির নির্দেশনায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

ইএইচ