সরকারের সেবামূলক প্রতিষ্ঠান বিএভিএস মেটারনিটি হাসপাতালের বর্তমান প্রশাসক মাজহারুল ইসলামকে স্বপদে বহাল ও মালেক-এমদাদ সিন্ডিকেটকে অপসারণের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করেছেন বিএভিএসের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ দুপুর ২টায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মালেক-এমদাদ সিন্ডিকেটকে অপসারণের পাশাপাশি তাদের বিপক্ষে নানা অভিযোগ তুলে ধরে বলেন, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের ভুল বুঝিয়ে মাজহারুল ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল একটি কুচক্রী মহল।
প্রতিষ্ঠানে কর্মরত একাধিক কর্মী জানান, তাদের মারধরসহ শারীরিক নির্যাতন করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। এ ছাড়া আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য শাহানাজ নাজনীন বাবলী ও ফয়সাল আবেদীন রাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরএস