লাইফ সাপোর্টে শিশু আছিয়া, সিএমএইচে চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:১৫ পিএম

মাগুরায় নির্যাতনের শিকার আট বছরের শিশু আছিয়া বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। তাকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুসারে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। ভর্তি হওয়ার সময় শিশুটি সম্পূর্ণ অচেতন ছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলার সামনের অংশে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।

শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষায় শিশুটির Pneumothorax (RT), ARDS ও Diffuse Cerebral Edema ধরা পড়েছে, যার জন্য তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়। ৬ মার্চ সকালে অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার জীবন রক্ষায় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিএমএইচ কর্তৃপক্ষ।

ইএইচ