শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বৃহস্পতিবার (১৪ জুলােই) একটি সৌদি এয়ার লাইন্সের প্লেনযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেছেন।
বিমানবন্দরের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এএফপিকে একথা জানান।
ব্যাপক বিক্ষোভের মুখে নিজ দেশ শ্রীলংকা ছেড়ে মালদ্বীপে পালিয়ে যাওয়ার একদিন পর তিনি সে দেশও ত্যাগ করলেন।
বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান, মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট আগে গোতাবায়া রাজাপাকশে, তার স্ত্রী লোমা এবং তাদের দু’ই দেরক্ষীকে কড়া প্রহরায় প্লেনে তুলে দেওয়া হয়।
আমারসংবাদ/টিএইচ