সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দু’টি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসি ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, গত সোমবার কিশান এলাকায় বার্তি ও হাওসা উপজাতির লোকদের মধ্যে সংঘর্ষ বাধলেও পরে তা বন্ধ হয়ে যায়।
কিন্তু শুক্রবার তা নতুন করে শুরু হয় এবং বন্দুক যুদ্ধে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন প্রাণ হারায়।
ব্লু নাইলের রাজধানী দামাজিনের একটি হাসপাতালের মেডিক্যাল সূত্র জরুরি ভিত্তিতে রক্তদানের আবেদন জানিয়ে বলেছে, সংঘর্ষে প্রায় ৪০ ব্যক্তি আহত হয়েছে এবং এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
এই সংঘর্ষে জড়িত উভয় পক্ষের নেতারাই এএফপি’কে তাদের সম্প্রদায়ের লোকদের নিহত হওয়ার কথা জানিয়েছে, তবে তারা নিহতের সংখ্যা জানাতে রাজি হয়নি।
আমারসংবাদ/টিএইচ