যুদ্ধময় পরিস্থিতিতে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ইউক্রেন থেকে খাদ্যশস্যবাহী জাহাজ যাচ্ছে অন্য দেশে। ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (১ আগস্ট) ইউক্রেনের খাদ্যশস্য নিয়ে একটি জাহাজ দেশটির ওডেসা বন্দর ছেড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার খাদ্যশস্য নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছাড়ার জন্য ১৬টি জাহাজ প্রস্তুত বলে জানিয়েছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অফিস।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার মতো ব্যক্তি নিহত হওয়ায় দেশের অনেক ক্ষতি হলো।
আমারসংবাদ/এআই