লোকসভায় বক্তৃতায় কাঁচা বেগুনে কামড় বসালেন কাকলি ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০১:২২ পিএম

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় বসিয়েছেন। পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সংসদের নিম্নকক্ষে বিতর্কের সময় এমন কাণ্ড করে বসেন তিনি।

স্থানীয় হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার (১ আগস্ট) লোকসভার অধিবেশনে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বক্তৃতা দেন কাকলি। ভাষণের শুরুতে বারাসতের তৃণমূল এই এমপি প্রশ্ন করেন, সরকার কি চায় যে আমরা কাঁচা সবজি খাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি নিজের কাছে থাকা একটি কাঁচা বেগুনে কামড় বসিয়ে দেন। এতে বেগুনের একাংশ উঠে আসে। এই ঘটনায় নিজেও কিছুটা হেসে ফেলেন তিনি। তবে শেষপর্যন্ত কাঁচা বেগুন খাননি এই এমপি। কেন্দ্র সরকারকে আক্রমণ করে ১০ মিনিট বক্তব্য দেন।

কাকলি রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম ৬০০ টাকা থেকে হাজার টাকার গণ্ডি ছাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন কাকলি।

এবি