গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:৫৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের একজন কমান্ডার এবং ৫ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-জাবারি ও পাঁচ বছর বয়সী এক মেয়েসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। ইসরায়েলি অভিযানের ফলে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল-জাবারি গাজা শহরের কেন্দ্রস্থলে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন বলে জানিয়েছে গ্রুপটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, এই সপ্তাহের শুরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) একজন সদস্য গ্রেপ্তার হলে তাৎক্ষণিক হুমকির প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়।

এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ইসলামিক জিহাদ। অধিকাংশ রকেটই ইসরায়েলি আয়রন ডোম দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। এ সময় ইসরায়েলের অনেক শহরে সাইরেন শোনা গেছে।

তবে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

আমারসংবাদ/টিএইচ