পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের কাছে হস্তান্তর করুন: মস্কোকে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৭:১৮ পিএম

জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার (১০ আগস্ট) রাশিয়াকে অবিলম্বে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর পদক্ষেপগুলো পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। এটি ইউক্রেনের জনগণ, প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সমপ্রদায়কে বিপন্ন করছে ৷

রাশিয়ার সর্বশেষ হামলাগুলোর কিছু ঘটেছে দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের আশেপাশের অঞ্চলে। জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়া জাপোরিঝিয়াকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। তারা সেখান থেকে আক্রমণ চালাচ্ছে এটা জেনে যে ইউক্রেনীয় বাহিনী পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকির কারণে শক্তি দিয়ে প্রতিশোধ নিতে পারবে না। 

দক্ষিণ ও মধ্য ইউক্রেনে মঙ্গলবার রাতে রাশিয়ার গোলাগুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। 

নিহতদের মধ্যে তেরো জন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে, দুজন দোনেত্স্ক অঞ্চলে এবং একজন নারী জাপোরিঝিয়া অঞ্চলে নিহত হয়েছেন।  সূত্র: বিবিসি


আমারসংবাদ/টিএইচ