ফ্রান্সে ‍‍`দানব‍‍` দাবানল ঠেকাতে হাজার দমকলকর্মীর লড়াই

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৫:৪৪ পিএম

ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল নেভাতে দেশটির এক হাজারের বেশি দমকলকর্মী লড়াই চালিয়ে যাচ্ছে। দাবানলটি ইতিমধ্যে প্রায় ১৭ হাজার ৩০০ একর বন ধ্বংস করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।

বোর্দো শহরের কাছে ভয়াবহ দাবানলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এলাকার ১০ হাজার বাসিন্দা বাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।

অগ্নিনির্বাপক দলের প্রতিনিধি গ্রেগরি আলিউঁ ফ্রান্সের আরটিএল রেডিওকে বলেছেন, ‘এটি এক দানব।’ প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অগ্নিনির্বাপণ কার্যক্রমকে ব্যাহত করে।

মহাদেশজুড়ে রেকর্ড তাপমাত্রা ও খরার কারণে এই গ্রীষ্মে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশ মারাত্মক দাবানলের ঢেউ দেখছে। দক্ষিণ ইউরোপের পর্তুগাল এবং স্পেনে গরমে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে চরম তাপদাহের (অ্যাম্বার মাত্রা) সতর্কতা কার্যকর হয়েছে। দেশটিতে আগামী চার দিনের মধ্যে কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে৷ সূত্র : বিবিসি।

 

আমারসংবাদ/টিএইচ