গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে রাশিয়া: জেলেনস্কি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৫:২৬ পিএম

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক ভিডিওবার্তায় সতর্ক করেছে, রাশিয়ার হঠকারিতায় গোটা ইউরোপ আজ হুমকির মুখে।

জেলেনস্কি  বলেছেন, ইউরোপের সবচেয়ে বৃহৎ এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে রুশ বাহিনী এখন সেনাঘাঁটি বানিয়েছে।

এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এ থেকে বিকিরণ ঘটলে গোটা ইউরোপের মানুষ এতে দুর্ভোগে পড়বে।  

বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়। সূত্র: ইয়েনি সাফাক

এবি