নতুন ইতিহাস সৃষ্টি করল মোসাদ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৯:৩৮ পিএম

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ বৃহস্পতিবার শীর্ষস্থানীয় ভূমিকায় দুই নারীকে নিয়োগের ঘোষণা দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

এ নিয়ে কার্যনির্বাহী ফোরামে মোট চারজন নারীকে নিয়োগ দিল মোসাদ।
তারাই বিশ্বের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি কে অদ্যাক্ষরের এক নারী মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। তার পদমর্যাদা ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানের সমান। কে অদ্যাক্ষরের আরেক নারীকে ইরান বিভাগের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে মোসাদের গোয়েন্দা বিভাগ পরিচালনা করছেন এ  এবং তার সহকারী এইচ  অদ্যাক্ষরের দুজন নারী।

এবি