মৃত্যুর ঘণ্টার নড়ে উঠল ‘মৃত’ শিশু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৫:৫২ পিএম

মেক্সিকোর ভিলা দ্য র‌্যামস শহরের বাসিন্দা ৩ বছরের শিশুকন্যা ক্যামেলিয়া রোক্সানা মার্টিনেজ মেনডোজা। কিছুদিন আগে জ্বর, পেটে ব্যথা ও বমি হচ্ছিল শিশুটির। তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয় চিকিৎসকেরা। সেই মতো স্থানীয় কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয় ক্যামেলিয়াকে। সেখানে প্যারাসিটামল ধরনের ওষুধ দেওয়া হয়। যদিও চিকিৎসায় কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ১৭ আগস্টে মৃত ঘোষণা করা হয় শিশুটিকে। নিয়ম মতো ওইদিনই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। সেই মতো দেহ কফিনে ভরে নিয়ে যাওয়া হয়। তখনি ঘটে চমকে দেওয়ার মতো কাণ্ড।

কাঁচের কফিনটিকে সমাধিস্থ করার আগে হঠাৎ উপস্থিত এক আত্মীয় খেয়াল করেন শিশুটির চোখ নড়ছে। প্রথমটায় সকলে ঘাবড়ে গেলেও দ্রুত খোলা হয় কফিনের কাঁচের ঢাকনা। দেখা যায় শিশুর শরীরে হৃদস্পন্দন তখনও রয়েছে। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এবারও হাসপাতালের তরফে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। তবে এও স্পষ্ট হয় যে প্রথমবার তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল। আদতে দ্বিতীয়বারই তার মৃত্যু হয়েছে। ৩ বছরের মেয়ের মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যামেলিয়ার মা মেরি জেন​মেন্ডোজা জানিয়েছেন, শেষকৃত্যের সময় মায়ের থাকতে নেই, তাই সেখানে ছিলেন না তিনি। এখন মা ও গোটা পরিবারের আক্ষেপ, ঠিক চিকিৎসা হলে হয়তো মেয়েটা বেঁচে যেত।
সূত্র: টাইমস নাও

আমারসংবাদ/এসএম