নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের পাশাপাশি যুক্তরাজ্যকেও দায়ী করছে রাশিয়া। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।
রোববার (৩০ অক্টোবর) ব্রিটিশশাসিত ১১ অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।মস্কোর কালো তালিকাভুক্ত অঞ্চলগুলো হচ্ছে— বারমুডা, ব্রিটিশ এন্টার্কটিকা অঞ্চল, ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন অঞ্চল, ক্যাইমেন আইল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড, মন্টসেরাত, পিটকেইরন আইল্যান্ড, সেন্ট হেলেনা, অ্যাসেনসন অ্যান্ড ত্রিসতান দ্য কোনহা, সাউথ জর্জিয়া, সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড, আকরোতিনি অ্যান্ড খেকেলিয়া এবং তুর্ক অ্যান্ড কাইকোস।
এই নিয়ে সর্বমোট ১৪টি ব্রিটিশশাসিত অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া।
এর আগে, রাশিয়া তিন ব্রিটিশশাসিত দ্বীপাঞ্চল এঙ্গোয়েলা, ব্রিটিশ ভারজিন আইল্যান্ড ও জিব্রালটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
টিএইচ