নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ ১২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া আরও ১৯ মুসল্লিকে অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা।
স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) রাতে এশার নামাজের সময় এ হামলা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
হামলাকারীরা দস্যু হিসেবে পরিচিত। তারা সাধারণত মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে থাকে। কখনো কখনো হত্যাও করে। এ ছাড়া ফসল চাষ ও সুরক্ষার জন্য গ্রামবাসীর কাছ থেকে প্রায়ই অর্থকড়ি দাবি করতে দেখা যায় এ দস্যুদের।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।
টিএইচ