পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৪:১৫ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের সীমানায় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাসের অস্থিরতার পর এটি এই অঞ্চলে সর্বশেষ একটি সহিংসতা।

ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে। যার মধ্যে অনেকগুলোই খুব মারাত্মক অভিযান ছিল। ইসরায়েলিদের ওপর একের পর এক মারাত্মক আক্রমণ চালায় তারা।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সৈন্যরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা সন্দেহভাজনদের ধরতে জেনিনে প্রবেশ করেছিল। ওই অঞ্চলে প্রবেশ করলে সৈন্যদের ওপর গুলি চালানো হয়, জবাবে তারাও পাল্টা গুলি চালায়।  

সৈন্যরা আহতদের মধ্যে একজনকে বহনকারী একটি অ্যাম্বুল্যান্সে গুলি চালিয়েছে এমন অভিযোগের কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।  

ইসলামিক জিহাদ জঙ্গিগোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভীষণ সংঘর্ষে লিপ্ত হয়। জেনিনে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিহতদের শনাক্ত করেছে আত্তা শালাবি, সিদকি জাকারনেহ এবং তারিক দামেজ।

ইসরায়েলি সেনাবাহিনী আরো জানায়, তারা বেথলেহেম এবং রামাল্লাসহ শহরগুলো থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে।  

এই বছর সহিংসতায় ইসরায়েল ও পশ্চিম তীরে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি এবং ২৬ ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে জেনিন এলাকায় ইসরায়েলি অভিযানের সময় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেসহ জঙ্গিরাও রয়েছে ৷ সূত্র : এএফপি

টিএইচ