পাকিস্তানে ৩৩ জঙ্গি ও ২ সেনা কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৬:০৫ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুখাওয়ার বান্নু নগরীতে একটি সন্ত্রাস-বিরোধী কেন্দ্র কব্জা করে নিরাপত্তা কর্মকর্তাসহ অন্যান্যদের জিম্মি করা ৩৩ জঙ্গির সবাইকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি ঘটনার দু’দিন পর জঙ্গিরা নিহত হলো। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই সন্ত্রাসবিরোধী কেন্দ্রের দখল নিয়েছিল। পরে সেনা অভিযানে সব জঙ্গি মারা পড়ে। এ ঘটনায় দুইজন সেনা কমান্ডার নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন।

খাজা আসিফ পার্লামেন্টে বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী সব জিম্মিকে উদ্ধার করেছে। অভিযানে দুইজন সেনা কমান্ডার নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এর আগে জিম্মিদের মুক্ত করতে অভিযান শুরু করেছিল। পাকিস্তানি তালেবান জঙ্গিরা রোববার জিজ্ঞাসাবাদকারীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদেরকে বন্দি করে। সন্ত্রাস-বিরোধী কেন্দ্রে সে সময় ছিলেন ছয় নিরাপত্তা কর্মকর্তা এবং কয়েকজন বন্দি।জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ১০ থেকে ১৫ জন সেনা সদস্য আহতও হয়েছেন।

কেন্দ্রটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবানের প্রায় ২০ যোদ্ধা বন্দি আছে। দলটি হামলার পেছনে থাকার কথা নিশ্চিত করে জানিয়েছে স্থানীয় গণমাধ্য্যমে এক বিবৃতিতে। জঙ্গি দলটি গতমাসে সরকারের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটানোর পর থেকে হামলা জোরদার করেছে। দুইপক্ষ কয়েকবছর ধরে সংঘাতে লিপ্ত আছে।