রাশিয়ার কাছে কখনই আত্মসমর্পণ করব না: জেলেনস্কি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০২:৪৪ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কখনই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করব না।

বুধবার (২১ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনো বিদেশ সফর।

সেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন এবং পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে এ প্রথমবার তিনি দেশের বাইরে গেলেন।

এএফপি বলছে, বুধবার মার্কিন কংগ্রেসে ভলোদিমির জেলেনস্কি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন একটি প্রতিবাদী বার্তা দিয়ে। আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন— ‘ইউক্রেন টিকে আছে ও লড়াই করছে।’

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন যে, তার দেশ কখনই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে এবং কখনই আত্মসমর্পণ করবে না।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তারা যে কয়েক বিলিয়ন ডলারের সাহায্য অনুমোদন করেছে তা দাতব্য নয়, এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ।

জেলেনস্কি বলেন, ‘আপনাদের দেওয়া অর্থ দাতব্য নয়। এটি বৈশ্বিক নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষায় বিনিয়োগ।’

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। ইউক্রেন বেঁচে আছে এবং রুশদের বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করছে।

তিনি বলেন, যুদ্ধের নৃশংসতা সত্ত্বেও ইউক্রেনীয়রা এই বছর ক্রিসমাস উদযাপন করবে। বিদ্যুৎ না থাকলেও নিজেদের প্রতি আমাদের বিশ্বাসের আলো নিভে যাবে না।

জেলেনস্কি বলেন, ‘মার্কিন কংগ্রেসে আসতে পারা এবং আপনারাসহ সব আমেরিকানদের সঙ্গে কথা বলা আমার জন্য বড় সম্মানের বিষয়। ধ্বংস এবং অন্ধকারময় পরিস্থিতিতেও ইউক্রেনের পতন ঘটেনি। ইউক্রেন টিকে আছে এবং লড়াই করছে।’

তিনি বলেন, ‘বিশ্বের মনের লড়াইয়ে আমরা রাশিয়াকে পরাজিত করেছি।’ সূত্র: সিএনএন

এবি